Uncategorized

মুক্তিযোদ্ধা আত্মহত্যা করে, তোমাদের লজ্জা করে না ?

Image may contain: 1 person, text
আমরা শোকাহত আমরা লজ্জিত

গাইবান্ধায় জাতিরজনক বঙ্গবন্ধুর সোনার ছেলেদের একটি ছেলে আত্মহত্যা করেছে। বড়ই সুসংবাদ! এ সংবাদ বঙ্গবন্ধু জীবিত থাকলে প্রতিক্রিয়া কি হত, জানিনা। কিন্তু বর্তমান প্রশাসন বিশেষ করে মন্ত্রী পরিষদের একজন সদস্য বড় খুশি হয়েছেন, তাকে আর বিরক্ত করতে গাইবান্ধার বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস আর ফিরে আসবেন না।
(ইন্নাহ লিল্লাহ——রাজিউন)
আল্লাহ্‌ আত্মহত্যা মহা পাপ, তাকে তুমি ক্ষমা করে বেহেস্ত নসীব করো আর যাদের অপমান তাচ্ছিল্য অপদস্তের কারনে ক্ষোভ দুঃখ হতাশায় একজন বীর মুক্তিযোদ্ধা মুসলিম হয়েও আত্মহত্যার পথ বেছে নেয়, তাদের উপর তুমি গজব নাজিল করো। আমিন
***************
এ সব নিউজ এখন আর মনটা পীড়া দেয়না। এখন এগুলো সাদা সিদা প্রতিদিনের সংবাদের মত। মুক্তিযোদ্ধা কথাটি বলতে যেনো এখন লজ্জা করে। এক সময় খুব বলতাম। খুব গর্বিত বোধ করতাম পাশাপাশি সন্মানও পেতাম।

এখন মনে হয় জামাতের চেয়ে জঘন্য যুদ্ধাপরাধী এই মুক্তিযোদ্ধা। ক্ষোদ আ’লীগ নেতা মন্ত্রীরাই মুক্তিযোদ্ধাদের অপমান করছে যে আ’লীগ স্বাধীনতায় নেতৃত্ব প্রদান করেছে। শুধু তাই নয়, জাতীয় পার্টি, জামাত ও বি এন পি’র ২১ বছরের দুঃশাসন ও পরবর্তী ২০০১-২০০৬ শাসনামলে আসল মুক্তিযোদ্ধাদের উপর নির্যাতন নিপীড়ন অত্যাচার নাম কর্তন করে স্বাধীনতাকে যতটা কলুষিত কলঙ্কিত করেছে, তার চেয়ে দ্বিগুন অত্যাচার নিপীড়ন নির্যাতন ভূয়া মুক্তিযোদ্ধা তৈরী, সনদ ব্যবসা করেছে আ’লীগ।

এমন কি, আসল মুক্তিযোদ্ধাদের রাজাকার আল বদর আল শামস বানিয়েছে সেই ৭১ এর বঙ্গবন্ধুর আ’লীগ। আমরা ক’জন মুক্তিযোদ্ধা? মাত্র ২ থেকে ৩ লক্ষ মাত্র। অথচ এই হাতে গোনা ক’জন মুক্তিযোদ্ধার আসল তালিকা প্রণয়নে সম্পূর্ণ ব্যর্থ বিগত একটানা ১৬ বছর শাসন করা আ’লীগ। এখানে জামাত বি এন পি যে অপরাধ করেছে, তার চেয়ে ৪ গুন অপরাধ করেছে আ’লীগ নেতা মন্ত্রীরা। কেউ দেখবার নেই, কেউ শুনবার নেই। একজন শেখ হাসিনা দিয়ে দেশ চলেনা।

দেশের গোটা শাসন ব্যবস্থা, সমাজ, রাজনীতি আজ দুর্নীতি স্বজনপ্রীতি লুন্ঠন মিথ্যাচার ভ্রস্টাচারে সমৃদ্ধ। জাতিরজনক বঙ্গবন্ধু বলতে গেলে ৭৪ সালে এই দুর্নীতিবাজ লুটেরাদের বিরুদ্ধে বিদ্রোহ করার অপরাধেই স্বপরিবারে জীবন দিয়েছিলেন। জীবন দিয়েছিলেন জাতীয় ৪ নেতা এবং খুনি জিয়ার হাতে প্রাণ দিয়েছেন প্রায় ৫০ হাজার মুক্তিযোদ্ধা। সূতরাং শেখ হাসিনা ঠিক গর্বিত পিতার মতই আদর্শ নীতি সততা দেখাতে গিয়ে আজ গণ ভবনে মূলতঃ একাকী স্বগৃহে বনবাসের মতই জীবন যাপন করছেন। দুর্নীতি পরায়ণ গোটা প্রশাসন সমাজ শেখ হাসিনাকে গৃহবন্দী করে দেশ শাসন করছে।

প্রতিবাদ নেই, আন্দোলন নেই, নেই কোন সাধারণ জনগণের রাজনীতি ও ভোটের প্রতি এত টুকু আগ্রহ। এর মূল কারনই হচ্ছে নেতা মন্ত্রী আমলা ডাক্তার ইঞ্জিনিয়ার আধিকারিকদের সীমাহীন দুর্নীতি লুটপাট ও অরাজকতা।

Leave a comment